Saturday, August 19, 2017

নাসির-শফিউল ইন, মাহমুদুল্লাহ-মুমিনুল আউট

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে থাকছেন না মাহমুদুল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। ফিরছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। কয়েকদিন ধরেই এ গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তাই সত্যি হলো। প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে ঠাঁই পাননি মাহমুদুল্লাহ ও মুমিনুল। প্রত্যাশিতভাবে ফিরেছেন নাসির-শফিউল।
গেলো মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টেও ছিলেন না দলের দুই নিয়মিত মুখ মাহমুদুল্লাহ ও মুমিনুল। তবে দুজনেরই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে।নাসিরকে ফেরানোর ব্যাপারে নির্বাচকদের ভাষ্য, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম করেছে সে। চট্টগ্রাম ও ঢাকায় অনুশীলন ম্যাচেও ভালো করেছে। সার্বিক বিচারে তাকে দলে ফেরানো হয়েছে।
নাসির সবশেষ টেস্ট খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালের আগস্টে।

বিস্তারিত দেখুন ঃ

Wednesday, August 16, 2017

তানজিন তিশা ও হাবিবের সাবেক স্ত্রীর দ্বন্দ্ব

জনপ্রিয় কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও রেহানের সংসার ভেঙ্গেছে মডেল-অভিনেত্রী তানজিন তিশার কারণেই। ডিভোর্স হবার পর থেকেই এসব অভিযোগ করে আসছেন হাবিবের সাবেক স্ত্রী রেহান।
এদিকে হাবিব ও রেহানের ডিভোর্স হবার পর থেকেই নাকি তানজিন তিশা ক্রমাগত মেসেজ ও নানান মাধ্যমে রেহানকে ভয় দেখানো ও বিরক্ত করে আসছিলেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছেও বলেছিলেন রেহান। এ বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি।


সোমবার সন্ধ্যায় রেহানকে পাঠানো কিছু মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করলেন হাবিবের এ সাবেক স্ত্রী। যেখানে বেশ আগ্রাসী ভূমিকাতেই দেখা গেছে অভিনেত্রী তানজিন তিশাকে।
স্ক্রিনশট এর সঙ্গে সংযুক্ত স্ট্যাটাসে রেহান লেখেন, ‘এই মেয়েটা কখনোই চেঞ্জ হবে না, উল্টা পাল্টা কি লেখে এসব আমাকে, সি ইস কমপ্লিট মেন্টালি স্টিক!!!! উফ! আমার ছোট ভাইয়ের নম্বর রাত বিরাতে ফোন দাও আমাকে খোঁজ, আবার আমাকে এই টেক্স দিচ্ছ? লল পুরা মাথা নষ্ট!’
ফাঁস হওয়া ঐ মেসেজে তানজিন তিশা লেখেন, ‘ওই আলিম এর কেয়ারতো করো না, সারাদিন এইসব করো। তুমিতো ধরা খেলে। আমার হাবিবকে নিয়ে মিথ্যা কথা বলার আগে হাজারবার চিন্তা করবা! এবং আবারো বলছি ডিস্টার্ব করছো আমাকে। কেন? আমিসহ সবাই বুঝছি না কেন তুমি ডিভোর্সের পর আশা করো হাবিব উত্তর দিবে আমার সম্পর্কে? কত দুঃসাহস তোমার? আন্টিকে জিজ্ঞাস করো আমার সম্পর্কে? ডিভোর্সের পর তোমার এই রাইট আছে? হাবিবের পিছু ছাড়! আলিমের মা হিসেবে আছো থাক। হাবিবের পারসোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করার অধিকার তোমার নাই। হাবিবের সাবেক স্ত্রী? গ্রো আপ! আর আমি হাবিবের লাইফে কিভাবে আছি সেটা তোমাকে বলবো না এটা আমাদের পারসোনাল। উইথ আউট আলিম ডোন্ট ট্রাই টু আক্স সামথিং এবাউট মি! মাইন্ড ইট! খবরদার আমাদের নিয়ে ইন্টারফেয়ার করবি না। আমাকে একটা নক বা মেসেজ দিবা না, আই এম ওয়ার্নিং ইউ নির্লজ্জ। আফটার ডিভোর্স এইসব করেছি।’
এদিকে বিষয়টি নিয়ে রেহানের সঙ্গে যোগাযোগ করলে রেহান বলেন, `তিশা বিভিন্ন নম্বর থেকে প্রতিনিয়ত আমাকে ফোন দেয়। রাতে ঘুমাতে দেয় না। আমাকে ফোনে না পেয়ে আমার ছোট ভাইয়ের নম্বরে রাতে তিনটার সময় ফোন দেয়। দিয়ে আমার সঙ্গে কথা বলতে চায়। ফোন রিসিভ করলে অভিযোগ করে হাবিব নাকি আমার বাসায়। একদম মানসিক রোগী তিশা। কত নম্বর যে সে ব্যবহার করে। কথা হলো আমার ছোট ভাইয়ের নম্বর পেলো কই তিশা ? আর তার কথায় বুঝা যায় তিশা একজন মানসিক রোগী। সে একটা পাগল।’
২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী হাবিব। হাবিব-রেহানের ঘরে আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। আলিম ওয়াহিদ বর্তমানে তার মায়ের কাছেই রয়েছে।

হাবিবের সাবেক স্ত্রী মেসেজ ফাঁস করায় চটেছেন তিশা

মডেল-অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত মুঠোফোন নম্বরসহ স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রী রেহান। এতদিন রেহান ইস্যুতে চুপ থাকলেও এবার খুব চটেছেন তিশা। 


এ ব্যাপারে তিশা বলেন, রেহান হাবিবকে মেসেজ অথবা ফোন করে বিরক্ত করে। এমনকি সে আমাকেও মেসেজ দিয়ে বিরক্ত করে সবসময়। সে তো এখন হাবিবের অতীত। তারপরও সে কোন উদ্দেশে এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। সেই প্রশ্নটি আপনাদের কাছেই রইলো।
স্ক্রিনশটের বিষয়ে তিনি বলেন, আমার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটির স্ক্রিনশটসহ প্রকাশ করলো। এটাও এক ধরনের অপরাধ। আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেছি। তারাও বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন। আর ছাড় দেব না। এবার হয়তো মামলা পর্যন্ত গড়াবে।
হাবিবের সঙ্গে ডিভোর্সের পর থেকে তার সাবেক স্ত্রী অভিযোগ করে আসছিলেন তানজিন তিশার জন্যই ঘর ভেঙেছে তাদের।
২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী হাবিব। এটি হাবিবের দ্বিতীয় বিয়ে ছিল। হাবিব-রেহানার ঘরে আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। ছেলে আলিম ওয়াহিদ এখন তার মায়ের কাছেই রয়েছে।